মৌরিতানিয়ায় জাহাজ ডুবে ৫৭ অভিবাসীর মৃত্যু

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ১৬:২৩

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে ইউরোপে উন্নত জীবনের উদ্দেশ্যে যাওয়ার সময় মৌরতানিয়া উপকূলে জাহাজ ডুবে ৫৭ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। 
 
বার্তা সংস্থা রয়টার্স জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থার বরাত দিয়ে জানায়, বুধবার এ দুর্ঘটনা ঘটে। 

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এক টুইটার বার্তায় জানায়, বুধবার তাদের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে ৫৭ জন মারা গেছে বলে মৌরিতানিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে। জীবিতদের উদ্ধার করেছে মৌরিতানিয়া কর্তৃপক্ষ। আহতদের উত্তরাঞ্চলীয় নুয়াধিবৌ শহরের হাসপাতালে নেয়া হয়েছে।

উদ্ধার হওয়া যাত্রীরা আইওএমের কর্মীদের জানিয়েছেন, গত বুধবার অন্ততপক্ষে ১৫০ আরোহী নিয়ে জাহাজটি গাম্বিয়া ছেড়ে এসেছিল।

তবে দুর্ঘটনা সম্পর্কে গাম্বিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। 

আফ্রিকা মহাদেশ অর্থনীতিতে দ্রুত বর্ধনশীল হলেও তরুণদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান নিশ্চিত করতে পারছে না পশ্চিম আফ্রিকা। এ কারণে অঞ্চলটির অভিবাসন প্রত্যাশীরা বিপজ্জনক পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে।  

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/আরআর)