বোয়ালমারীতে ‘জয়িতা’ পুরস্কার পেলেন পাঁচ নারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৯:২৩ | প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭

ফরিদপুরের বোয়ালমারীতে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সামাজিকভাবে সফল পাঁচ নারী পেলেন জয়িতা পুরস্কার-২০১৯।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা হলরুমে সফল জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট, ফুল ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।

‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সমাজের বিভিন্ন বাধা উপেক্ষা করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও হার না মেনে অদম্য গতিতে এগিয়ে যাওয়া বোয়ালমারী উপজেলার পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের আফরোজা আক্তার লিমা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে নড়াইল এমএ মান্নান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফিরোজা খানম, সফল জননী ক্যাটাগরিতে নানা প্রতিকূলতায় চার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষা দানকারী জননী মরিয়ম খানম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে বোয়ালমারী পৌরসভার বাহিরবাগ গ্রামের সালমা পারভীন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় উপজেলার ভাইস-চেয়ারম্যান রেখা পারভীনকে এ পুরস্কার দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :