‘আমি বেশি পেঁয়াজ খাই না’ সংসদে ভারতের অর্থমন্ত্রী

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

সম্প্রতি ভারতের মহারাষ্ট্রসহ কয়েকটি প্রদেশে বন্যার কারণে দেশটিতে পেঁয়াজের মূল্য অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার পেঁয়াজের ঊর্ধ্বগতির লাঘাম টেনে ধরার চেষ্টা করলেও এখনও পর্যন্ত তা নিয়ন্ত্রণে ব্যর্থ। পেঁয়াজের ক্রমাগত মূল্যবৃদ্ধির কারণে তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। 

গত বুধবার দেশটির সংসদে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বক্তব্যে প্রদান করেন। তিনি বলেন, ‘আমি খুব বেশি পেঁয়াজ রসুন খাই না... তাই চিন্তার কোনো কারণ নেই। আমি এমন পরিবারের মানুষ যেখানে পেঁয়াজ নিয়ে লোকজনদের খুব বেশি মাথা ব্যথা নেই।’ 

অর্থমন্ত্রীর এই ধরনের বক্তব্য শুনে উপস্থিত সংসদ সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়েন। 

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন যে, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনার জন্য দেশের সরকার বেশ কিছু পদক্ষেপ করেছে। এমনকি কীভাবে শস্যভাণ্ডারে তা সুরক্ষিত রাখা যায়, তা নিয়েও আলোচনা চলছে।

২০১৯-২০-র আর্থিক বছরের অনুদানের পরিপূরক চাহিদার প্রথম ব্যাচে লোকসভায় যে আলোচনা চলেছে তার জবাবে অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘পেঁয়াজ সংরক্ষণের জন্য কাঠামোগত কিছু পরিবর্তন আনা আবশ্যক, আর তার জন্য সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে প্রস্তুত। পেঁয়াজ চাষের ব্যাপারে জমির পরিমাণ কম হওয়াতে উৎপাদনের পরিমানও কমেছে। কিন্তু কীভাবে পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করা যায় সরকার সে বিষয়ে যথেষ্ট সজাগ। এছাড়া মিশর ও তুর্কী থেকেও পেঁয়াজ আমদানির কথা ভাবছে কেন্দ্র সরকার।’

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/আরআর)