প্রবাসীর স্ত্রীকে জুতাপেটার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ২০:১৮

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহের ভালুকায় উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক প্রবাসীর স্ত্রীকে মোফাজ্জল হোসেন আকন্দ নামে এক ইউপি সদস্য জুতাপেটা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই গৃহবধূ ভালুকা মডেল থানায় মামলা করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বহুলী গ্রামের গৃহবধূর স্বামী শাহজাহান মিয়া সৌদি আরবে চলে গেলে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন আকন্দ প্রবাসীর ছোট ভাই আল আমীনের সাথে তাদের বাড়িতে আসা-যাওয়া করেন। সম্প্রতি মিনা খাতুনকে একা পেয়ে ওই ইউপি সদস্য কুপ্রস্তাবসহ উত্ত্যক্ত করতে শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করায় ২০ নভেম্বর তিনি ওই গৃহবধূর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন এবং জুতাপেটা করতে থাকেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্ষা করেন।

মামলা বাদী ওই গৃহবধূ জানান, তার স্বামী বিদেশ যাওয়ার পর থেকেই তার দেবর আল আমীনের সাথে মেম্বার মোফাজ্জল হোসেন আকন্দ তাদের বাড়িতে আশা-যাওয়া করেন। এমনকি বিভিন্ন সময় কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতে শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করায় ঘটনার দিন তাকে জুতা দিয়ে বেদড়ক মারপিট করেন এবং বিভিন্ন প্রকার হুমকি দেন।

অভিযুক্ত মোফাজ্জল হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, এটা তার ঠিক হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভালুকা মডেল থানার এসআই মতিউর রহমান জানান, আসামিরা জামিনে আছে। মামলার তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)