‘সফল তদন্তকারী কর্মকর্তা’র পুরস্কার পেলেন ওসি শ্যামল

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ২০:৫৬

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা রেঞ্জের টানা চতুর্থবারের মতো সফল তদন্তকারী কর্মকর্তা পুরস্কার পেলেন টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসি শ্যামল কুমার দত্ত।

বৃহস্পতিবার পুলিশের ঢাকা রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এ উপলক্ষে শ্যামল কুমার দত্তের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

গত ১৩ অক্টোবর টাঙ্গাইল সদরের ভালুকাকান্দি এলাকায় অন্তঃসত্ত্বা গৃহবধূ লাকি বেগম ও তার কন্যা আলিফা হত্যার ১৯ ঘণ্টার মধ্যে আলামতসহ লুণ্ঠিত টাকা উদ্ধার করায় তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, জিহাদ আল মামুন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ ঢাকা রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার।

এদিকে টানা চতুর্থবারের মতো ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী কর্মকর্তার পুরস্কার জেতায় ওসি শ্যামল কুমার দত্তকে অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল পুলিশ সুপার।

শ্যামল কুমার দত্ত টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের ওসির দায়িত্ব নেয়ার পর গত ১৪ মাসে একাধিক চাঞ্চল্যকর হত্যা মামলাসহ বিভিন্ন মামলার রহস্য উদঘাটনে সক্ষম হন। সে কারণে তিনি আরও তিনবার ঢাকা রেঞ্জের সফল তদন্তকারী পুলিশ অফিসারের পুরস্কার পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এলএ)