‘প্রতিবন্ধীদের সুবিধা নিশ্চিতে কাজ করছে সরকার’

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:৩০

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস

‘বাংলাদেশের সামগ্রিক যে উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে, তার মূলধারায় প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।’ বৃহস্পতিবার দুপুরে সাভারে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন স্পিকার শিরীন শারমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষদের জন্য সকল পর্যায়ে  সুযোগ তৈরির কাজ করে যাচ্ছেন। প্রতিবন্ধীরা যাতে সমাজের অন্যান্য সকল মানুষের মতো সকল ক্ষেত্রে বিচরণ করতে পারে, সেই লক্ষ্যেই কাজ করছেন প্রধানমন্ত্রী।

পরে প্রতিবন্ধী নারী ও পুরুষ বাস্কেটবল টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

এ সময় ইন্টারন্যাশনাল রেডক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ হেড অব ডেলিগেশন পিএর দ্যোখব ও সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর আন্তর্জাতিক দিবস উপলক্ষে আইসিআরসি, সিআরপি ও বাংলাদেশ বাস্কেটবল ফাউন্ডেশনের যৌথ আয়োজনে এই ব্যতিক্রমী টুর্নামেন্টের আয়োজন করা হয়।

(ঢাকাটাইমস/০৫ডিসেম্বর/এলএ)