মুক্তাগাছায় জাতীয় প্রতিবন্ধী দিবস পালন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ২১:৫২

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

‘অভিগম্য আগামীর পথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের মুক্তাগাছায় ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় স্বপ্নকুঁড়ি অটিস্টিক বিদ্যালয়ের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় আলোচনা সভা হয়।

স্বপ্নকুঁড়ি বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।   স্বপ্নকুঁড়ি অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি দেবাশীষ ঘোষ বাপ্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- ইত্তেফাক মুক্তাগাছা সংবাদদাতা ও ময়মনসিংহ সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোনেশ দাস, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সংস্কৃতি প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী, ফয়সাল রাব্বি তানিম প্রমুখ। 

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে খাবার ও শুভেচ্ছা উপহারসামগ্রী বিতরণ করা হয়। 

এর আগে পিসিসিআইইসিডব্লিউ প্রকল্পের উদ্যোগে র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচজন শিশুকে হুইল চেয়ার, দুজনকে আর্টিফিশিয়াল পা, দুজনকে হেয়ারিং এইড মেশিন ও একজনকে বিশেষ ধরনের সানগ্লাস বিতরণ করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)