ফরিদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৯, ২২:২৩

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস

‘অভিগম্য আগামীর পথে’ স্লোগানে বৃহস্পতিবার ফরিদপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালির মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ জামাল স্টেডিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আলী আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার, সদর উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্যা, মুসলিম মিশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এমএ সোবহান,  জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল হুদা প্রমুখ। 

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, তারা আমাদের সুবর্ণ নাগরিক। প্রতিবন্ধীরা এখন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সরকার প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

সভা শেষে জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত প্রতিবন্ধীদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানোর মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি।

এ প্রতিযোগিতায় জেলার সবকয়টি উপজেলার প্রতিবন্ধীদের একটি করে দল অংশগ্রহণ করে।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এলএ)