সুনামগঞ্জে হানাদারমুক্ত দিবসে র‌্যালি

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ১৭:৫৪

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবসে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে র‌্যালি বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এসময় জেলা প্রশাসক আব্দুল আহাদ, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, পৌর মেয়র নাদের বখত, জেলা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুলসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা ও সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারীরা। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্প হয়।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর এই দিনে সুনামগঞ্জ জেলা হানাদারমুক্ত হয়েছিল।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)