জামালপুরে নির্মাণাধীন ফোয়ারায় ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৯

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

জামালপুর শহরের সাংস্কৃতিক পল্লীর নির্মাণাধীন ফোয়ারায় পড়ে মো. সীমান্ত (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্র জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার ফারুক মিয়ার ছেলে। সে সিংহজানী বহুমুখী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

মৃতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে খালাতো ভাই নুরুন্নবী (১২) ও ফুপাতো ভাই বাধনের (১৪) সাথে শহরের নির্মাণাধীন সাংস্কৃতিক পল্লীর ফোয়ারার পাশে খেলতে যায় সীমান্ত। শরীরে বালু লাগার কারণে ফোয়ারার পানিতে হাত ধুতে যায়। এ সময় শরীরের তাল সামলাতে না পেরে পানিতে পড়ে যায় সীমান্ত।  সীমান্তকে বাঁচাতে গিয়ে নুরুন্নবী ও বাধনও পানিতে পড়ে যায়। এসময় তিজনের চিৎকারে নির্মাণাধীন সাংস্কৃতিক পল্লীর শ্রমিকরা তাদেরকে উদ্ধার করলেও সীমান্তকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীমান্তের মৃত্যুতে স্বজন, এলাকাবাসী ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ইএস