দুই জেলেকে ফেরত দিলো বিএসএফ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৬ ডিসেম্বর ২০১৯, ২১:১৯
ফাইল ছবি

রাজশাহীর পদ্মা নদী থেকে ধরে নিয়ে যাওয়া দুইু জেলেকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাদের ফেরত দেয়া হয়।

এর আগে বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিপরীতে পদ্মা নদীর নির্মলচর সীমান্ত থেকে দুই জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

এ দুই জেলে হলেন- গোদাগাড়ীর কাঁঠালবাড়িয়া গ্রামের আবদুর রহিম (৫৬) এবং ওমর আলী (৩২)।

বিজিবির রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ জানান, দুই জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবারই তারা পতাকা বৈঠকের মাধ্যমে জেলেদের ফেরত দেয়ার জন্য বিএসএফকে অনুরোধ করেন। তাদের আহ্বানে সাড়া দিয়ে বিএসএফ পতাকা বৈঠকে সম্মত হয়। শুক্রবার বিকালে নির্মল চর সীমান্তেই বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়।

বৈঠক শেষে সন্ধ্যায় জেলেদের ফেরত দেয়া হয় বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৬ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :