শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মিরপুরে মানববন্ধন

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:৪০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

মাদক, দুর্নীতি ও দুবৃত্তায়নের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে মানববন্ধন করেছেন মিরপুরের সর্বস্তরের জনসাধারণ।

শুক্রবার রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহ আলী থানা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চলছে। সাধারণ মানুষ এই অভিযানকে স্বাগত জানিয়েছে। বৃহত্তর মিরপুরবাসীও স্বাগত জানাই। একইসঙ্গে অভিযান সফল করতে সব ধরনের সহযোগিতা করতেও তারা প্রস্তুত।

বক্তারা বলেন, কিছু কিছু ব্যক্তির অপকর্মের জন্য দলের সুনাম নষ্ট হচ্ছে। এটাও হতে দেয়া হবে না। তারা দল পুনর্গঠনের সময় বিতর্কিত, অপকর্মে যুক্ত কাউকে পদ না দেয়ারও আহ্বান জানান।

মানববন্ধনে শাহ আলী থানা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দারুসসালাম থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহজাহান, কাজী কামরুজ্জান রিপন, বাগদাদ শপিং কমপ্লেক্স সাধারণ সম্পাদক শওকত শিকদার, ব্যবসায়ী শাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতা তারেক আজিজ, আমিনুল ইসলাম সোহাগ, হাসনাইন আহমেদ হাসানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/বিইউ/এলএ)