চাঁদপুরে লঞ্চের ধাক্কায় নিখোঁজ হকারের লাশ উদ্ধার

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৯, ২২:৫১

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুর শহরের নৌ-টার্মিনাল যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নিখোঁজ হকার দ্বীন ইসলামের মরদেহ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।

শুক্রবার রাতে মেঘনা নদীর টিলাবাড়ি এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে চাঁদপুর মেঘনা নদীর মোহনায় ঢাকা-বরিশালগামী এমভি ধুলিয়া-১ নামক যাত্রীবাহী লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার সময় অপর আরেকটি লঞ্চের ধাক্কায় দুই হকার পানিতে পড়ে যান। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সাভির্সের কর্মকর্তারা জমির হোসেন নামে এক হকারকে নদীতে ভেসে থাকা অবস্থা থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

কিন্তু ডুবুরিরা মেঘনার তলদেশে তল্লাশি চালিয়েও দ্বীন ইসলামের সন্ধান পাননি। তারা জানান, নদীতে অনেক স্রোত থাকায় রাতে তল্লাশি করা যাচ্ছিল না। পরে আজ রাত ৮টায় এলাকাবাসী নিখোঁজ দ্বীন ইসলামের লাশ মেঘনা নদীর টিলাবাড়ি এলাকায় ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে চাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে। মডেল থানার এএসআই মো: আবু হানিফ লাশের সুরুতহাল রিপোর্ট করেন। নিহত দ্বীন ইসলাম চাঁদপুর শহরের যমুনা রোডের বাসিন্দা। তার পিতার নাম মো. হযরত আলী বেপারী।

চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মো. আবু তাহের খান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার লাশ উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় বুঝিয়ে দেওয়া হয়।

ঢাকাটাইমস/০৬ডিসেম্বর/ইএস