পেট্রোবাংলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১০:০৭

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত পেট্রোবাংলা ভবনের ১৪ তলায় আগুন লেগেছে। শনিবার সকাল ৯টা ২৫ মিনিটের দিকে ১৫ তলা ভবনটির ১৪ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন। ঢাকা টাইমসকে তিনি বলেন, সকাল নয়টা ২৫মিনিটে ভবনটির ১৪তলায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। আগুনে নিয়ন্ত্রণে আসার পর আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :