ফর্মে ফিরতে মরিয়া ইমরুল

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বিশেষ বিপিএলে সব কিছুই থাকছে বিশেষ। এবারের আসরের পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।ফলে বিপিএলই হতে পারে জাতীয় দলে ফেরার পাইপ লাইন। সব ক্রিকেটাররাই চাইছে বিপিএলের মঞ্চে ভালো করে জাতীয় দলে ফিরতে।

তারই ধারাবাহিকতায় শুক্রবার (৬ ডিসেম্বর) দুপরে বিকেএসপির কোচ নাজমুল আবেদিন ফাহিমকে নিয়ে দীর্ঘক্ষন ব্যাটিং অনুশীলন করেন জাতীয় দলের ওপেনার ইমরুল কায়েস। ব্যাটিং করার সময় ইমরুলের ভুল গুলো ধরিয়ে দিচ্ছিলেন ফাহিম।

সদ্য সমাপ্ত ভারত সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি কায়েস। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন একেবারেই ব্যর্থ। তাই বিপএল দিয়ে ফিরতে মরিয়া এই ব্যাটসম্যান। এবারের বিশেষ বঙ্গবন্ধু বিপিএলে ইমরুল খেলবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে। ইতোমধ্যে সবার আগে ঢাকায় এসেছে চট্রগ্রামের হেড কোচ পল নিক্সন ও কবির আলী। সব কিছু ঠিক থাকলে হয়তো এবারের বিপিএলে ভালো কিছু দেখতে পাবেন ইমরুল ভক্তরা।

(ঢাকাটাইমস/০৭ ডিসেম্বর/এআইএ)