যুক্তরাষ্ট্রে নৌ ঘাঁটিতে হামলাকে ‘জঘন্য’ বললেন সৌদি বাদশাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৯ | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:২১

যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটিতে সৌদি আরবের বিমান বাহিনী কর্মকর্তার বন্দুক হামলার নিন্দা জানিয়েছে সৌদির রাজ পরিবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে এই ঘটনাকে ‘জঘন্য’ বলে উল্লেখ করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এতে হতাহতদের প্রতি শোক প্রকাশ করেছেন বাদশাহ সালমান।

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই ঘটনায় সকল প্রকার সহযোগীতার আশ্বাস দিয়েছেন সৌদি বাদশাহ। এসমময় তিনি বলেছেন, এই ঘৃণ্য অপরাধের অপরাধী সৌদি জনগণের প্রতিনিধিত্ব করে না। খবর রয়টার্স ও সৌদি প্রেস এজেন্সির।

স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নেভাল এয়ার স্টেশন পেনসাকোলাতে এলোপাতাড়ি গুলি চালায় সৌদি বিমান বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আল শামরানি। তিনি যুক্তরাষ্ট্রে উড়জাহাজ প্রশিক্ষণ নিচ্ছিলেন।

এ ঘটনায় হামলাকারীসহ চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

আলাবামা রাজ্যের সীমান্তবর্তী ফ্লোরিডার এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্রগুলোর একটি। মার্কিন নৌবাহিনীর অ্যারোবেটিক ফ্লাইট ডেমোনস্ট্রেশন স্কয়াড্রন ‘দ্য ব্লু অ্যাঞ্জেলস’র কার্যক্রমও এই ঘাঁটিতে। এই ঘাঁটিতে ১৬ হাজারের বেশি সামরিক এবং ৭ হাজার ৪০০ বেসামরিক কর্মী নিয়োজিত আছেন।

ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :