ভিক্টোরিয়া জলপ্রপাতের এ কী ছবি!

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৪

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আফ্রিকার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে খরা চলছে৷ বিখ্যাত ভিক্টোরিয়া জলপ্রপাতে তার প্রভাব দেখা যাচ্ছে৷ জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাতের গত বুধবারের (৪ ডিসেম্বর, ২০১৯) ছবি এটি৷  বিশ্বের বিখ্যাত জলপ্রপাতের একটি এটি, অথচ জলের দেখা নেই!

গত জানুয়ারিতেও ভরা যৌবন ছিল ভিক্টোরিয়ার। কিন্তু আফ্রিকার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে খরা চলায় এই অবস্থা হয়েছে৷ কম বৃষ্টিপাত আর উচ্চ তাপমাত্রার কারণে আফ্রিকার দক্ষিণাঞ্চলের সাড়ে চার কোটি মানুষ ভবিষ্যতে ক্ষুধা সংকটে পড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷

অক্সফাম বলছে, জিম্বাবুয়ের কিছু অংশে ১৯৮১ সালের পর সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে৷ খরার কারণে জাম্বিয়া ভুট্টা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ খরার কারণে অ্যাঙ্গোলা, মালাউয়ি, মোজাম্বিক, মাদাগাস্কার ও নামিবিয়ায় খাবারের প্রাপ্যতা পড়তির দিকে যাচ্ছে৷

জাতিসংঘ বলছে, আফ্রিকার দক্ষিণাঞ্চলে গত পাঁচ বর্ষা মৌসুমের মধ্যে মাত্র এক মৌসুমে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে৷ প্রায় এক কোটি ১০ লাখ মানুষের জন্য জরুরি খাদ্য সহায়তার পরিকল্পনা করছে জাতিসংঘ৷

ঢাকা টাইমস/০৭ডিসেম্বর/একে