দুই শিশুর স্বপ্নপূরণ করলেন রোনালদো

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ক্রিশ্চিয়ানো রোনালদো যে একজন ভালো ফুটবলারের পাশাপাশি মানবিক ব্যক্তিত্বও তার প্রমাণ বারবারই দিয়েছেন। কখনো যুদ্ধ বিধ্বস্ত সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে, আবার কখনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে দেখা গেছে পর্তুগীজ রাজপুত্রকে। এবার মৃত্যুর হাত থেকে বেঁচে আসা দুই শিশুর স্বপ্ন পূরণ করলেই হালের এই অন্যতম সেরা ফরোয়ার্ড।

সম্প্রতি ভূমিকম্পে আলবেনিয়ায় মারা যান ৫১ জন। এক পরিবারের সবাই মারা গেলেও অরেল ও অ্যালেসিও নামে দুই শিশু বারান্দা থেকে লাফিয়ে রক্ষা পায়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ার পর দু’জনকে কাছে টেনে নেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। দুজনই প্রধানমন্ত্রীকে তাদের স্বপ্নের কথা জানায়। পর্তুগীজ মহাতারকা রোনালদোর কাছ থেকে একটি জার্সি সংগ্রহ করা তাদের আজীবনের স্বপ্ন।

সেই সুবাদে প্রধানমন্ত্রী দুই শিশুকে ইতালিতে নিয়ে আসেন। দেখা করার জন্য সুযোগ করে দেন জুভেন্টাসে খেলা রোনালদোর সঙ্গে। এ সময় রোনালদোর সঙ্গে ছিলেন ইতালিয়ান কিংবদন্তি গিয়ানলুইগি বুফনও। দুই শিশুর সাথে অনেকক্ষণ সময় কাটান রোনালদো ও বুফন। পরে শিশুদের নিজেদের স্বাক্ষরিত জার্সি উপহার দেন তারা।

(ঢাকাটাইমস/০৭ ডিসেম্বর/এআইএ)