ঠাকুরগাঁও হাসপাতালে ২৪ ঘণ্টায় ৩ নবজাতকের মৃত্যু

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে জন্মকালীন শ^াসকষ্টজনিত কারনে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জন্মের পরপর বা একদিনের মাথায় এসব শিশুর মৃত্যু হয়।

শনিবার ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা.শাহজাহান নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত শিশুরা হলোÑ সদর উপজেলার ভাওলার হাট গ্রামের মোবারক আলীর ছেলে বাবু (১দিন), চিলারং ইউনিয়নের স্বপনের ছেলে বাবু (২দিন), গড়েয়া ইউনিয়নের সুমনের ছেলে বেবি (একঘন্টা)।

এদিকে গত কয়েকদিন রাতে শীতের প্রকোপ একটু বেশি থাকায় হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়লেও শনিবার থেকে কমতে শুরু করেছে।

হাসপাতালের তথ্য মতে, শীতজনিত অসুখসহ বিভিন্ন রোগে গত দুইদিন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে প্রায় ১৩৫জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে রয়েছে বিভিন্ন বয়সী ৯০ জন শিশু।

ডা. শাহজাহান নেওয়াজ জানান, গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে যে ৩ শিশু মারা গেছে তারা জন্মকালীন শ্বাসকষ্টজনিত কারনে মারা গেছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে বর্তমানে দিনের বেলা গরম ও রাতে হালকা শীত অনুভুত হচ্ছে। সন্ধার পর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকছে।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/প্রতিনিধি/ডিএম)