মাবিয়ার হাত ধরে বাংলাদেশের পঞ্চম স্বর্ণ জয়

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের আসরে পঞ্চম সোনার দেখা পেয়েছে বাংলাদেশ। শনিবার নেপালের পর্যটন শহর পোখারায় এসএ গেমসের ১৩তম আসরে মেয়েদের ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সোনা জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। তিনি মোট ১৮৫ কেজি (৮০ কেজি+১০৫ কেজি) ভার উত্তোলন করেছেন।

এছাড়া একই প্রতিযোগিতায় পেয়েছেন শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি রুপা ও নেপালের তারা দেবী ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। এর আগে চলমান ভারোত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশ তিনটি রুপা ও তিনটি ব্রোঞ্জ পদক জিতেছে।

মাবিয়ার সোনা জয়ের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার খেলাধুলার সর্বোচ্চ আসরে মোট পাঁচটি সোনার পদক জিতল বাংলাদেশ।

এর আগে, এই আসরে তায়কোয়ান্দো থেকে প্রথম সোনা পায় বাংলাদেশ। নিজের ইভেন্ট পুমসে সেরা হয়ে দিপু চাকমা এনে দেন এ পুরস্কারটি। গত সোমবার ছেলেদের ২৯ (প্লাস) বয়স ক্যাটাগরিতে ৮ দশমিক ২৮ ও ৭ দশমিক ৯৬ স্কোর গড়ে সেরা হন দিপু।

এরপর মঙ্গলবার সকালে পরপর তিনটি স্বর্ণ পদক জয় করেন বাংলাদেশের অ্যাথলেটরা। এদিন কারাতের কুমি ইভেন্টে পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে দেশকে দিনের প্রথম স্বর্ণ পদক এনে দেন আল আমিন।

পরবর্তীতে, এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম মেয়ে অ্যাথলেট এবং দিনের দ্বিতীয় স্বর্ণ নিয়ে আসেন মারজানা আক্তার পিয়া। কারাতে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারান তিনি। পরে হুমায়রা আক্তার মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৬১ কেজির ফাইনালে স্বাগতিক নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জয় করেন।

(ঢাকাটাইমস/৭ ডিসেম্বর/এসইউএল)