বৃদ্ধার মৃত্যু: দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক লাঞ্ছিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:১১

চুয়াডাঙ্গায় দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সদর হাপতালের আরএমও ও নার্সদের লাঞ্ছিত করেছেন রোগীর স্বজনরা। শনিবার দুপুরে সদর হাসপতালের ফিমেল মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

সদর হাসপাতাল সূত্র জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের রাবেয়া খাতুন হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে সদর হাসপাতালে ভর্তি হন। পরদিন শনিবার সকালে তিনি জ্ঞান হারান। এসময় চিকিৎসকরা তার হৃদস্পন্দন না পেলে ক্ষিপ্ত হয়ে ওঠেন তার স্বজনরা। এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবিরকে লাঞ্ছিত করা হয়।

সদর হাসপতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবির জানান, রোগীর অবস্থা সংকটাপন্ন শুনে তিনি ওয়ার্ডে ছুটে যান। গিয়ে রোগীর শ্বাস-প্রশ্বাস ও হৃদস্পন্দন না পেয়ে মৃত ঘোষণা করেন। এরপরই ওই রোগীর ছেলে তরিকুলসহ আরো কয়েকজন স্বজন তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালিসহ জামার কলার টেনে ধরে। টানা-হেঁচড়া করে ওয়ার্ডের বাইরে নিয়ে আসে তাকে। এসময় ওয়ার্ডে কর্তব্যরত নার্স আছিয়া খাতুন ও শিউলী পারভীনকেও হেনস্থা করে তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছেলে তরিকুল ইসলামের অভিযোগ, তার মায়ের অবস্থা খারাপ হওয়ার পর বারবার চিকিৎসকদের ডাকলেও তারা দ্রুত রোগীর কাছে পৌঁছায়নি। এছাড়া রোগীকে দ্রুত অক্সিজেন দিতে বললেও তারা অপারগতা প্রকাশ করে। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা রাবেয়া খাতুন।

সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান জানান, ঘটনার পরপরই তিনি হাসপাতালে যান। হাসপাতালের সবাইকে নিয়ে একসাথে বসার পর ঘটনার নিন্দা প্রকাশ করা হয়। অভিযুক্তর কাছ থেকে মুচলেকা নিয়ে সবার সম্মতিতে মরদেহ দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :