বিবিসিএফের নতুন কমিটি

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৩১

শতাধিক পরিবেশবাদী সংগঠনের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শস্য ও মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিলের সিংড়া পৌরসভা কনফারেন্স হলরুমে বিবিসিএফ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় ৫১ সদস্যবিশিষ্ট নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে ওয়েস্ট বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. এস.এম ইকবালকে সভাপতি, পচামারিয়া জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি সভাপতি শিল মারিয়া ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলকে সাধারণ সম্পাদক ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে দ্বিতীয়বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে দু’বছর মেয়াদী নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া কমিটিতে রয়েছেন- কোষাধ্যক্ষ এটিএম আহসান হাবীব তালুকদার, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সম্পাদক মামুন বিশ্বাস, পরিবেশবিষয়ক সম্পাদক মুনসুর সরকার, মিডিয়া সম্পাদক কাজী নাজমুল, ছাত্রীবিষয়ক সম্পাদক ফারিয়া ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :