প্রবাসীর বাড়িতে ৩ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক ১

বরিশাল ব্যুরো
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪০
ছবি: সংগৃহীত

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর এক প্রবাসীর বাড়ি থেকে দুই পুরুষ ও এক নারীসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে প্রবাসী আবদুর রবের বাড়ি থেকে তাদের মরদেহগুলি উদ্ধার করা হয়। মরদেহগুলি হলো বাড়ির মালিক আব্দুর রবের মা মরিয়ম বেগম (৭০), মেজ বোন মমতাজ বেগমের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও রবের খালাতো ভাই মো. ইউসুফের (২২)।

পুলিশ জানায়, এ ঘটনায় জাকির হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। পেশায় রাজমিস্ত্রি জাকিরের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার পূর্ব রায়পাশা এলাকায়। মরদেহগুলো যে বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, সেই বাড়ির মালিক কুয়েত প্রবাসী আ. রবের ভবন নির্মাণের সময় রাজমিস্ত্রী ছিলেন জাকির। কাজের সুবাদে পরিবারের সদস্যদের সঙ্গেও তার সখ্য তৈরি হয়।

প্রবাসী রবের স্ত্রী মিশরাত জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খাবার খেয়ে সবাই শুয়ে পড়েন। ওই সময় ঘরে তিনিসহ তার দুই মেয়ে নূরজাহান (৪), ইশফাত (৯), দেবর হারুন অর রশিদের মেয়ে আছিয়া ওরফে আফিয়া, শাশুড়ি মরিয়ম বেগম (৭০), ননদ মমতাজের স্বামী শফিকুল আলম (৬০) ও শাশুড়ির বোনের ছেলে (দেবর) ইউসুফ ছিলেন। এরপর ভোরে ফজরের আজানের পর আফিয়ার চিৎকারে সবাই ঘুম থেকে ওঠেন।’

নিহত মরিয়ম বেগমের নাতনি আছিয়া ওরফে আফিয়া বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে দাদিকে ওঠাতে যাই। তখন দেখি দাদির রুমের বারান্দার দরজা খোলা এবং তার নিথর দেহ বারান্দায় পরে রয়েছে। এরপর চিৎকার দিলে বাড়ির সবাই আসেন কিন্তু ফুপা শফিকুল আলম ও চাচা ইউসুফকে দেখতে না পেয়ে তাদের খুঁজতে থাকি। ঘরের অন্য একটি কক্ষে যেখানে ফুপা ঘুমাচ্ছিলেন, সেখানে গিয়ে তার মাথার অংশ খাটের বাইরে দেখে সন্দেহ হয়।’

‘ডাকাডাকি করলে তিনিও কোনো সাড়াশব্দ করেননি। পরে চাচা ইউসুফকে খুঁজতে ছাদে গেলে সেখানেও দরজা খোলা পাই, তবে কারো দেখা মেলেনি। এরপর বাড়ির বাইরে খুঁজতে শুরু করলে চাচা ইউসুফকে পুকুর ঘাটে উপুড় হয়ে পড়ে থাকতে দেখি।’

এদিকে প্রবাসী রবের ছোটভাই হারুন অর রশিদ বলেন, ‘আমার মেঝ বোন মমতাজের স্বামী শফিকুল ইসলাম দুইদিন আগে নিজ বাড়ি স্বরূপকাঠি থেকে বেড়াতে এসেছিলেন। দুইদিন পরে তার ঢাকায় যাওয়ার কথা ছিল।’

‘অপরদিকে পার্শ্ববর্তী দাড়ালিয়া এলাকা থেকে বেড়াতে আসা খালাতো ভাই ইউসুফ পেশায় একজন ভ্যানচলক। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় প্রায়ই রাতে তিনি আমাদের বাড়ি থাকতেন। তাকেও হত্যা করা হয়েছে।’

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন র‌্যাব, পুলিশ, সিআইডি (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনসহ (পিবিআই) আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এর মধ্যে রয়েছে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এহসানউল্ল্যাহ, জেলা পুলিশ সুপার (এসপি) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে গতকাল দুপুরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/প্রতিনিধি/ডিএম

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :