মেঘনা-ধলেশ্বরীর মোহনায় দুই লঞ্চের সংঘর্ষে যাত্রীর মৃত্যু

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৫২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চরকিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদী ও ধলেশ্বরী নদীর মোহনায় দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম হুমায়ন কবির (৩৫)। এ সময় আহত হয়েছেন অনন্ত ১০ জন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরসাদ হোসেন জানান, দিবাগত রাত দেড় টার দিকে ঘন কুয়াশার কারণে চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ এবং নড়িয়া থেকে ঢাকাগামী মানিক-৪ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষে হুমায়ন কবির ঘটনাস্থলে নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহত হুমায়ন কবির শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মারভদ্রপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে।

এদিকে ঘটনার পরপরই বোগদাদিয়া-১৩ তার গন্তব্যস্থল চাঁদপুর ও মানিক-৪ ঢাকা সদরঘাট চলে যায়।

আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজনকে নেয়া হয়েছে মিটফোর্ড হাসপাতালে।

শনিবার সকাল ৮টা থেকেই নৌ-বাহিনীর কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বি আইডব্লিউটিএ যৌথভাবে মোহনায় তল্লাশি চালায়। দুর্ঘটনাস্থলের সম্ভাব্য স্থান ঘিরে এ তিনটি সংস্থার ডুবুরি দল ১২০ ফুট পানির নিচে তল্লাশি চালিয়েছে।

এদিকে দুই লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বিআইডব্লিউটির নৌ-নিরাপত্তা বিভাগের যুগ্ম-পরিচালক সাইফুল ইসলামকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্য্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :