ইতালি আ.লীগের বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৯, ২২:৪২

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

মহান বিজয় মাসে ইতালী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম ও করনীয় নিয়ে রোমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালসহ সকলকে বিজয়ফুল পরিয়ে কার্যত্রুম শুরু করেন।

সভায় ইতালী আওয়ামী লীগের ইদ্রিস ফরাজী বলেন, আমরা ঐক্যবদ্ধ ও সুসজ্জিতভাবে বিজয়ের সকল কার্যক্রম করতে চাই। আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস ও দেশের উন্নয়ন তুলে ধরারও কথা বলেন তিনি।

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন, বিজয় মাসে বিজয়ের আনন্দ যেমন উপভোগ করতে হবে, তেমনি দেশ বিরোধীদের অপকর্মের বিষয়ে সর্তক থাকতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ইতালী আওয়ামী লীগের সহসভাপতি হাবীব চৌধুরী, জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েত হাদি, আবুতাহিরসহ মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, রোম মহানগর আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বিশ্ব জলবায়ু সম্মেলনে মাদ্রিদে ৩দিনের সফরে আসা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, তিনি আমাদের যে দিক নির্দেশনা দিয়ে গেছেন সেভাবে কাজ করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।

(ঢাকাটাইমস/৭ডিসেম্বর/এলএ)