আমাদের অর্থনীতি দেখে বিশ্বের হিংসা হয়: ট্রাম্প

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৩ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:১৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের শুরু থেকেই বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই যুক্তরাষ্ট্রকে বিশ্বের সেরা হিসেবে দেখানোর চেষ্টা করছেন তিনি। এবার তারই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমাদের অর্থনীতি দেখে বিশ্বের হিংসা হয়। এক টুইট বার্তায় এমন মন্তব্য করেছেন তিনি।

এর আগে শনিবার আরেকটি টুইটে চীনকে লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শনিবার মার্কিন প্রেসিডেন্ট টুইটে প্রশ্ন করেন, ধনী দেশ চিনকে কেনও এখনও ঋণ দিয়ে চলেছে বিশ্ব ব্যাংক? এটা কি চলতে পারে? নাকি চলতে দেওয়া উচিৎ? চিনের তো অর্থের অভাব নেই। তা হলেও অর্থিক অভাব ওরা নেজেরাই মিটিয়ে নিতে পারে। এরপরই সরাসরি বিশ্ব ব্যাংকে প্রস্তাব দিয়ে টুইটে ট্রাম্প বলেন, চিনকে এবার ঋণ দেওয়া বন্ধ করুন বিশ্বব্যাংক।

ঢাকা টাইমস/০৮ডিসেম্বর/একে