বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা যাবে যেসব চ্যানেলে

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১১:০৮

আগামী ১১ ডিসেম্বর শুরু হবে ‘বঙ্গবন্ধু বিপিএল’। তবে, মাঠে খেলা গড়ানোর আগে আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনিই এবারের আসরের উদ্বোধন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিরাট চমক রয়েছে। দেশি তারকাদের পাশাপাশি মঞ্চ মাতাবেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ। এই দুই তারকা ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। দেশি-বিদেশি তারকাদের পারফরম্যান্সে দারুণ এক অনুষ্ঠান হবে। পুরো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি, নিউজ টোয়েন্টিফোর, গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশন।

বিকাল পাঁচটায় শুরু হবে অনুষ্ঠান। শুরু থেকে একে একে পারফর্ম করবেন যথাক্রমে মইদুল ইসলাম খান (রকস্টার শুভ), সঙ্গীতশিল্পী রেশমি মির্জা, নগর বাউল জেমস ও কণ্ঠশিল্পী মমতাজ। দেশি শিল্পীদের পারফরম্যান্সের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপিএলের উদ্বোধন করবেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের বিপিএল বিশেষভাবে আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগের ছয়টি আসর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এবার সব দলের মালিক বিসিবি। বিসিবিই সার্বিক দিক তত্ত্বাবধান করছে।

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :