ফাইনালে উঠলে ৪০ হাজার, স্বর্ণ জিতলে আরো

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৬ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ১৬:০৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

এসএ গেমসে আজ ফুটবলে বাংলাদেশের সামনে কঠিন লড়াই। ফাইনালে উঠতে হলে আজ স্বাগতিক নেপালকে হারাতেই হেবে জামাল ভূঁইয়াদের। ড্র করলে বা হারলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। বিকাল সোয়া পাঁচটায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ যদি জিততে পারে তাহলে দলকে ৪০ হাজার ডলার বোনাস দেয়া হবে বলে ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘ফাইনালে উঠতে পারলে দলকে ৪০ হাজার ডলার পুরস্কার দেয়া হবে। আর স্বর্ণ জিততে পারলে দেয়া হবে আরো বড় পুরস্কার।’

এবারের এসএ গেমসে এখন পর্যন্ত ১১টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। আজ এখন পর্যন্ত আর্চারী থেকে তিনটি ও নারীদের ক্রিকেটে একটি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। নারীদের ক্রিকেটের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে সালমা খাতুনের দল।

(ঢাকাটাইমস/৮ ডিসেম্বর/এসইউএল)