অষ্টম দিনে সাত সোনা

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

সাউথ এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরে বাংলাদেশের জয়জয়কার। এসএ গেমসের এবারের আসরের অষ্টম দিনে সোনায় মোড়ানো দিন কাটাল বাংলাদেশ। শেষ দিনে আজ মোট ৭টি স্বর্ণ এসেছে বাংলাদেশের ঝুলিতে। যার ৬টিই আরচারি থেকে। একটি এসেছে নারী ক্রিকেট থেকে। ফলে এবারের আসরে বাংলাদেশের ঝুলিতে গেলো মোট ১৪টি সোনা।

রবিবার (৮ ডিসেম্বর) পুরুষ ও নারীর দুইটি রিকার্ভে স্বর্ণ জয়ের পর রিকার্ভ মিশ্র ইভেন্টে আরও একটি সফলতার দেখা পায় বাংলাদেশ। চতুর্থ সোনাটি ছেলেদের কম্পাউন্ড দলগত ইভেন্টে আর মেয়েদের কম্পাউন্ড দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে এসেছে পঞ্চম সোনা। শেষ দিকে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে এসেছে ষষ্ঠ সোনা। অন্যদিকে নারীদের ক্রিকেটে ফাইনাল ম্যাচে শেষ ওভারের নাটকীয়তার ২ রানে জয় পেয়ে স্বর্ণ জিতল সালমা খাতুনের দল।

রবিবার ফাইনালে ছেলেদের রিকার্ভ পুরুষ ইভেন্টে রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলের সমন্বয়ে গড়া বাংলাদেশ দল হারিয়েছে শ্রীলঙ্কাকে। ৩-২ সেট পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় তারা।

পুরুষদের পর রিকার্ভ নারী দলগত ফাইনালেও স্বর্ণ জয় করে বাংলাদেশ। নারীরাও শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণ জিতেছে। এরপর রিকার্ভ মিশ্র ইভেন্টেও স্বর্ণ জিতেছে বাংলাদেশ। মিশ্র ইভেন্টে বাংলাদেশ স্বর্ণ জিতেছে রোমান সানা ও ইতি খাতুনের হাত ধরে।

অন্যদিকে এসএ গেমসে নারীদের ক্রিকেটে স্বর্ণ জিতল বাংলাদেশ। রবিবার ফাইনাল ম্যাচে শেষ ওভারের নাটকীয়তায় ২ রানে জয় পেয়েছে সালমা খাতুনের দল। এদিন পোখারা রঙ্গশালায় অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের দেয়া ৯২ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয় শ্রীলঙ্কা।

নেপাল এসএ গেমস এবার বাংলাদেশের জন্য পুরোপুরি সোনায় মোড়ানো। এখনও পর্যন্ত মোট ১৪টি স্বর্ণ জিতেছে বাংলাদেশ। অথচ, গত এসএ গেমসে বাংলাদেশ স্বর্ণ জিতেছিল মাত্র ৪টি।

(ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এআইএ)