নেত্রকোণায় উদীচী ট্রাজেডির ১৪ বছর

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২৪

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস

নেত্রকোণা শহরে ১৪ বছর আগে উদীচী শিল্পী গোষ্ঠী ও শতদল কার্যালয়ের সামনে বোমা হামলায় নিহতের স্মরণে ‘স্তব্ধ কর্মসূচি’ পালিত হয়েছে। নেত্রকোণা ‘ট্রাজেডি দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে রবিবার সকাল ১০টা ৪০ মিনিট থেকে পাঁচ মিনিটের এ কর্মসূচি পালিত হয়।

এ সময় শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় জনসাধারণকে নীরবে দাঁড়িয়ে থাকতে এবং  যানবাহনগুলোকে থেমে থাকতে দেখা যায়। পরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে শহরের অজহর রোডে জেলা উদীচী কার্যালয়ের পাশে বোমা হামলায় নিহতদের স্মরণে নির্মিত শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।

২০০৫ সালের এ দিনে শহরের অজহর রোডে উদীচী শিল্পী গোষ্ঠী ও শতদলের কার্যালয়ের সামনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় উদীচীর খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীসহ আটজন নিহত হন, আহত হন অন্তত অর্ধশত।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় দুইটি মামলা করে। হত্যা মামলার রায়ে ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আসামি আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির, সালাউদ্দিন ওরফে সোহেল ও ইউনুছ আলীকে মৃত্যুদণ্ড দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২।

নেত্রকোণা ট্রাজেডি দিবসের কর্মসূচিতে নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, সদর উপজেলা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, নেত্রকোণা ট্রাজেডি দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সুব্রত ঘোষ, সদস্য সচিব মাসুদুর রহমান খানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)