বেসিকের বাচ্চুকে নিয়ে তাপসের জিজ্ঞাসায় দুদক চেয়ারম্যানের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৫

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির মামলার তদন্ত নিয়ে ক্ষমতাসীন দলের সাংসদ ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলে নূর তাপস দুই মাস আগে যে বক্তব্য দিয়েছিলেন তার জবাব দিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

দুদকের প্রধান কার্যালয়ে রবিবার এক অনুষ্ঠানে তাপসের বক্তব্যের বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তাধীন এই বিষয়ে তাপস কথা বলতে পারেন না।’ ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র‌্যাক)।

বেসিক ব্যাংক কেলেঙ্কারীতে ৫৬টি মামলা দায়ের হয়েছে। কিন্তু কোনোটিতেই ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর নাম আসেনি। এটি দুদকের ‘ব্যর্থতা’ কিনা প্রশ্ন তুলে গত ১৪ অক্টোবর সাংসদ ফজলে নূর তাপস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ক্ষোভ প্রকাশ করেন।

তাপসের ওইদিনের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, ‘আপনি (তাপস) বাচ্চুর নাম কেমনে বলছেন, আপনি কে? আপনি কি ইনভেস্টিগেশন করছেন? কে কি বলছে দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন। এটা একটা পাবলিক ইন্সটিটিউশন।’

‘আপনি আমার পদত্যাগ চাইতে পারেন, অনেক কিছুই চাইতে পারেন, সেটা সমস্যা না। কিন্তু আপনি কে, যে প্রশ্ন করছেন বাচ্চুর নাম আসছে, কী বাচ্চুর নাম আসেনি? এটা তো আন্ডার ইনভেস্টিগেশন। বাচ্চুর নাম আসবে না আপনি জানেন কেমনে? হু আর ইউ? ইনভেস্টিগেশন করার ম্যান্ডেট তো আমাদের, ম্যান্ডেট তো আপনার না। আপনি রিক্রিয়েট করলে তো হবে না বাচ্চুর নাম দেন বা দিয়েন না। সে যেই হোক না কেন, কারও কথা আমরা কেয়ার করি না।’

তিনি জানান, তদন্ত শেষ হলে যখন চার্জশিট যাবে, তখন এ বিষয়ে কথা বলা যাবে। কিংবা নারাজি দেয়া যায়, আরও প্রসেস আছে। দুদক যদি ভুল করে সরকার, ব্যাংক তখন নারাজি দিতে পারবে। কিন্তু মনে হয় না এই ক্ষেত্রে দুদক কোনো ভুল করবে।

ইকবাল মাহমুদ বলেন, ‘এটা জনগণ বিশেষভাবে জানে, তাই আমরা বিশেষভাবে কেয়ারফুল। যখন আমরা রিপোর্ট দেব, এতো সহজে এটা নিয়ে আপনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেব না।’

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :