নারীর চুলকর্তন: দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ জানতে চায় হাইকোর্ট

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতার হাতে একজন নারীর চুলকর্তনের ঘটনায় প্রতিবেদন দিতে বলেছে হাইকোর্ট।

আজ রবিবার এ বিষয়ে এক শুনানি করে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত আদেশে বলেন, চুল কাটার ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের ভূমিকা কী ছিল, জড়িত ব্যাক্তি এখনো গ্রেপ্তার হয়নি কেন এসব বিষয়ে প্রতিবেদন দিতে হবে। পরবর্তী শুনানির জন্য ১১ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

 অভিযোগ রয়েছে, ওই নারীর কাছ থেকে অনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে না পেরে গত ২৫ নভেম্বর রাতে পরকীয়ার অভিযোগ তুলে তার চুল কেটে দেন স্থানীয় আওয়ামী লীগের ওই নেতা। বিষয়টি মিডিয়াতে প্রচারের পর আদালতের নজরে আনেন আইনজীবী ইসরাত হাসান। 

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এআইএম//মোআ)