নবজাতককে হাসপাতালে ফেলে পালালেন মা

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:১২

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁদপুরে ফুটফুটে সুন্দর একটি নবজাতক শিশুকে হাসপাতালে ফেলে রেখে গর্ভধারনী মা পালিয়ে গেছেন। রবিবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ৩য় তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩ ডিসেম্বর রাত ১০টায় চাঁদপুর শহরতলীর বাবুরহাট গ্রামের তাজুল ইসলামের মেয়ে পরিচয় দিয়ে নীলা (সাথী) নামে এক নারী ১৪ দিন বয়সী ওই নবজাতককে নিয়ে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি হন।  পাঁচ দিন পর রবিবার দুপুরে তাকে আর ওই নবজাতককে বেডে দেখা যায়নি। দীর্ঘ সময় পার হয়ে গেলে সবাই বুঝতে পারেন ওই নারী শিশুটিকে রেখে পালিয়েছে।

এদিকে এমন পলায়নের খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিনকে বিষয়টি অবগত করেন। পরে ওসির নির্দেশে থানার এসআই রাশেদুজ্জামান ও চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার এসআই রাশেদুজ্জামান জানান, হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ওসি স্যারকে জানালে  স্যার  চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরে বিষয়টি অবগত করেন। তারপর আমি এবং সমাজসেবা অধিদপ্তরের লোকজন হাসপাতালে ঘটনার সত্যতা জানতে পারি। শিশুটিকে অনেকেই নিতে চেয়েছেন। সে বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)