২৫ দিন ধরে খালেদার সাক্ষাৎ মিলছে না: বিএনপি

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ২৫ দিন ধরে সাক্ষাতের জন্য পরিবারের সদস্যরা অনুমতি পাচ্ছেন না বলে অভিযোগ করেছে বিএনপি।

দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার বিকালে সংবাদ সম্মেলনে বলেন, ‘পরিবারের পক্ষ থেকে সাক্ষাতের আবেদন করলেও কারাকর্তৃপক্ষ শেখ হাসিনার নির্দেশে অনুমতি দিচ্ছেন না।’

রিজভী বলেন,  ‘গত ২৫ দিন হলো বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনদের সাক্ষাৎ বন্ধ করে দিয়েছে সরকার। গত ১৩ নভেম্বরের পর আর সাক্ষাতের অনুমতি দেয়া হচ্ছে না। ফলে তাকে নিয়ে আমরা চরম শংকা ও উৎকন্ঠায় আছি।’

বিএনপি নেতা বলেন, ‘ভোটারবিহীন গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে দেশে এক আদিম হিংস্রতার জয়জয়কার চলছে। এক কঠিন এবং নির্মম পরিস্থিতির মধ্য দিয়ে দেশের মানুষ সময় অতিবাহিত করছে। মিথ্যা দিয়ে সত্যের টুঁটি চেপে ধরা হয়েছে, দুর্বৃত্তায়ন চলছে চারদিকে। দীর্ঘকাল কণ্ঠরোধ করে রাখা হয়েছে জনগণের। সর্ববিধ নিয়ন্ত্রণের প্রকোপে দেশে এক শ্বাসরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে মানুষের নিরাপত্তা নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই, চলছে লুটপাট, ব্যাংক ডাকাতি, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের বাজার লুণ্ঠন।’

রিজভী বলেন, ‘নিত্যদিন নারী-শিশু নির্যাতনের ছবি দেখে দেশের মানুষ আঁতকে উঠছে। সব দেখে, শুনে, বুঝেও গুম-খুন-অপহরণ কিংবা অপমানের ভয়ে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলেও এখন তারা পাল্টা আঘাতের জন্য প্রতিবাদ করতে শুরু করেছেন।’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা চরম আকার ধারণ করেছে এমন দাবি করে রিজভী বলেন, ‘এই মুহূর্তে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসা গ্রহণ না করলে তার জীবনহানির ঝুঁকি রয়েছে। সুচিকিৎসার অভাবে তার অবস্থা এখন আশঙ্কাজনক। অথচ শেখ হাসিনা ও তার পারিষদবর্গ বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থা নিয়ে রীতিমত রসিকতা করছেন। এই রসিকতা এক নিষ্ঠুর মানসিক বিকারগ্রস্ততার লক্ষণ।’

এসময় তিনি দেশের রাষ্ট্রায়াত্ত পাটকল শ্রমিকদের ডাকে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরি পরিশোধসহ ১১ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানান। এই দাবির প্রতি বিএনপি পূর্ণ সমর্থন থাকবে বলেও জানান রিজভী।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/বিইউ/জেবি)