বঙ্গবন্ধু বিপিএলের স্টেজে সনু নিগম

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৯, ২১:১২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। বিশেষ এই আসরের পৃষ্ঠপোষকতা সম্পূর্ণরূপে বিসিবির আওতাধীন। তাইতো এই আসরের উদ্বোধনী অনুষ্ঠানের জাকজমকতার কোনো খাদ রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশ-বিদেশের অনেক তারকাদের পদচারণায় আরো বিশেষ হয়ে উঠেছে উদ্বোধনী অনুষ্ঠান। সাংস্কৃতিক সন্ধ্যায় এবার স্টেজ মাতাচ্ছেন ভারতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী সনু নিগম।  

অপেক্ষার অবসান ঘটিয়ে সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্ণাঢ্য উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার পর আতশবাজি ও লেজার শো’য়ের পর স্টেজে উঠেন নগর বাউল খ্যাত জেমস। জেমসের পর এবার বঙ্গবন্ধু বিপিএলের শোভা বাড়িয়ে বাংলা গানে শ্রোতাদের বিমোহিত করছেন সনু। গাইছেন ‘ধন ধান্যে পুষ্পে ভরা’, ‘শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি।’

প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘোষণার আগেই শুরু হয়েছে প্রথম পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। সূচিতে বিকেল ৫টার কথা বলা হলেও বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে বেজেছে ৫টা ৪০ মিনিট। এরপর সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডি রকস্টার শুভ আসেন দিনের প্রথম পারফরম্যান্স নিয়ে। এরপর মঞ্চে আসবেন ভারত বরেণ্য সঙ্গীত শিল্পী কৈলাশ খের।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চে উঠবেন একদম শেষে। প্রথমে একক পারফরম্যান্স করবেন দু’জন। এরপর আবার দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। তাকে দেখা যাবে ৯টা ৩৫ মিনিটে।

ক্যাটরিনার ২৫ মিনিটের পারফরম্যান্সের পর রাত ১০টায় আসবেন সালমান। তিনি একা মঞ্চ মাতাবেন ২০ মিনিট। এরপর দু’জন মিলে ১০টা ২০ থেকে প্রায় ১১টা পর্যন্ত দর্শকদের উপহার দেবেন দ্বৈত পারফরম্যান্স।

(ঢাকাটাইমস/০৮ ডিসেম্বর/এআইএ)