শেয়ারবাজারের মন্দায় লোকসানে আইসিবি

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৯, ২০:২০

পুঁজিবাজারের মন্দায় সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার ও ইউনিট বিক্রি থেকে (ক্যাপিটাল গেইন) আয় কমেছে ৭৫ শতাংশ। এতে বড় লোকসানে পড়েছে প্রতিষ্ঠানটি।

আইসিবির ২০১৯-২০ অর্থবছরের প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

আইসিবির আয়ের প্রধান উৎস শেয়ারবাজার। এ বাজারে শেয়ার কেনাবেচা থেকে প্রতিষ্ঠানটির মূল আয় হয়ে থাকে।

মন্দা বাজারে আয় কমে যাওয়ায় কোম্পানিটি লোকসানে নিমজ্জিত হয়েছে। প্রথম প্রান্তিকের সমন্বিত আর্থিক হিসাব থেকে দেখা যায়, আগের অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির ক্যাপিটাল গেইন হয়েছিল ১১৪ কোটি ২৯ লাখ টাকা। এ অর্থবছরের প্রথম প্রান্তিকে তা কমে হয়েছে ২৮ কোটি ৯৬ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির ক্যাপিটাল গেইন কমেছে ৮৫ কোটি ৩৩ লাখ টাকা বা ৭৫ শতাংশ।

ক্যাপিটাল গেইনের পাশাপাশি কোম্পানিটির লভ্যাংশ ও কমিশন আয় কমেছে। কিন্তু বেড়েছে সুদজনিত ব্যয়। আর তা লোকসানের পরিমাণ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

গত অর্থবছরের প্রথম প্রান্তিকের লভ্যাংশ থেকে ৯১ কোটি ২৫ লাখ টাকার আয় এবার একই সময়ে নেমে এসেছে ৬৩ কোটি ৩০ লাখ টাকায়। এ ছাড়া ৪০ কোটি ৯৩ লাখ টাকার কমিশন, ফি ও সার্ভিস চার্জ থেকে আয় ৩২ কোটি ৪৩ লাখ টাকায় নেমেছে।

অন্যদিকে আগের অর্থবছরের প্রথম প্রান্তিকের ২৪৭ কোটি ৫৪ লাখ টাকার সুদজনিত ব্যয় এ অর্থবছরের একই সময়ে বেড়ে হয়েছে ২৮৪ কোটি ৫৮ লাখ টাকা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আইসিবির নিট লোকসান হয়েছে ১৩৪ কোটি ৩১ লাখ টাকা, বা শেয়ারপ্রতি ১.৯৩ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ২৮ কোটি ৫৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি ০.৪১ টাকা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৫৩৫ কোটি ৯ লাখ টাকার সিকিউরিটিজ কিনেছে। এর বিপরীতে ২৮৭ কোটি ৮২ লাখ টাকার বিক্রি করেছে। এ হিসাবে আইসিবি বিক্রির চেয়ে ২৪৭ কোটি ২৭ লাখ টাকা বা ৮৬ শতাংশ বেশি ক্রয় করেছে।

চলতি বছরের ৩০ সেপ্টেম্বর আইসিবির শেয়ারবাজারের বিভিন্ন কোম্পানিতে ১১ হাজার ৬১২ কোটি ৫৮ লাখ টাকার বিনিয়োগ রয়েছে। আর বিভিন্ন গ্রাহকের কাছে মার্জিন ঋণবাবদ ১ হাজার ৮৭ কোটি ৫৮ লাখ টাকা পাওনা রয়েছে।

বর্তমানে ৬৯৭ কোটি ৬৮ লাখ টাকার পরিশোধিত মূলধনের প্রতিষ্ঠান আইসিবির শেয়ার দর ৮২ টাকা।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং অফিসারদের আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ক প্রশিক্ষণ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সোনার দাম কমলো ভরিতে ২১৩৯ টাকা

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর নতুন ৫টি কালেকশন বুথের উদ্বোধন

ডিএমডি হিসেবে পদোন্নতি পেলেন নুরুল ইসলাম মজুমদার

প্রিমিয়ার ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু জাফর

সোনালী লাইফের অফিস ভাড়াকে ভবনের ক্রয়মূল্যের অগ্রিম পরিশোধ দেখানোর দাবি

ভ্যাট ফাঁকি বন্ধ করতে ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ডিভাইস বসানোর উদ্যোগ নেওয়া হবে: অর্থ প্রতিমন্ত্রী

পাটজাত পণ্যের বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে: পাটমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :