ইতালিতে মহান বিজয় দিবস টুর্নামেন্ট

প্রকাশ | ০৮ ডিসেম্বর ২০১৯, ২২:১৮

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

মহান বিজয় মাসকে কেন্দ্র করে ‘বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালী’ তাদের কার্যক্রম শুরু করেছে। সংগঠনের সভাপতি জসিম উদ্দিনকে বিজয়ফুল পরিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এসময় জসিম উদ্দিন বলেন, আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে এই আয়োজন করা হয়েছে।

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রশিদের পরিচালনায় উপস্থিত ছিলেন বাছাই কমিটির প্রধান শাহাদাত হোসেন রনি, সংগঠনের সিনিয়র সহসভাপতি আবু তাহের, সহসভাপতি লায়লা শাহ, মাহমুদুল হাসান, আব্দুল মজিদ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুল হক মিজু, সাংগঠনিক সম্পাদক মহিব হাসান।

এছাড়াও উপদেষ্টা নূরে আলম সিদিকী বাচ্চু, তাইফুর রহমার ছোটন, আমিনুর রহমান সালাম ও মহিলা সংগঠনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস টুর্নামেন্ট ২০১৯ এর প্রথম দিনে মহিলাদের জনপ্রিয় লুডু খেলা অনুষ্ঠিত হয়। তবে ১৪ ডিসেম্বর শিশুদের চিত্রাংকন, ১৫ ডিসেম্বর ৬ দলের ফুটবল খেলা এবং ১৭ ডিসেম্বর দেশ নিয়ে সাধারণ জ্ঞানসহ সকল বিজয়ীর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।

(ঢাকাটাইমস/৮ডিসেম্বর/এলএ)