সুমার পর সোহেলের স্বর্ণজয়

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ১১:৪১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

নেপালের কাঠমুন্ডুতে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের নবম দিনেও স্বর্ণ জয় শুরু হয়েছে আর্চারি দিয়ে। রবিবারের পুনরাবৃত্তি করতে চাইছেন আর্চাররা। দিনের শুরুতেই নারী কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে ‍সুমা বিশ্বাসের স্বর্ণ জয়ের রেশ কাটতে না কাটতেই কাঠমুন্ডু থেকে আবারও সুখবর আসল। এবার ছেলেদের কম্পাউন্ড এককে সোনা জিতেছেন আরেক তীরন্দাজ মোহাম্মদ সোহেল রানা।

আর্চারির মোট ১০টি ইভেন্ট। এরই মধ্যে শেষ হয়ে গেছে আটটি। বাংলাদেশের সামনে এই ডিসিপ্লিনে আর কোনো প্রতিপক্ষই দাঁড়াতে পারল না। এই এক ইভেন্ট থেকেই এরই মধ্যে শেষ হয়ে যাওয়া আটটির সবকটিতেই সোনা জিতেছে বাংলাদেশের প্রতিযোগিরা।

সর্বশেষ হওয়া ছেলেদের একক ইভেন্টের ফাইনালে ভুটানের প্রতিপক্ষকে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন বাংলাদেশের সোহেল রানা।

এর আগে সকালে প্রতিপক্ষ শ্রীলঙ্কার প্রতিযোগিকে ১৪২-১৩৪ স্কোরে হারিয়ে সোনার পদক জিতে নেন সুমা। গতকাল সুস্মিতা বণিক ও শ্যামলী রায়কে নিয়ে কম্পাউন্ড মহিলা দলগত বিভাগেও স্বর্ণ জয় করেছিলেন এই তীরন্দাজ।

গতকাল (রবিবার) আর্চারিতে সোনায় মোড়ানো একটি দিন কাটিয়েছে বাংলাদেশ।একদিনে মোট ৬টি সোনা জিতেছে লাল সবুজ প্রতিনিধিরা। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের হাত ধরে সোনা জয়ের উৎসবের শুরু।

নেপালের কাঠমান্ডু-পোখারার চলতি আসরে এটি নিয়ে মোট ১৬টি সোনা জিতল বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এআইএ)