সরকারের ছাড়পত্রের উপর নির্ভর করছে পাকিস্তান সফর

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশের পাকিস্তান সফর এখনও নিশ্চিত নয়। কোচিং স্টাফ ও কয়েকজন খেলোয়াড় পূর্ণাঙ্গ সিরিজের জন্য পাকিস্তান যেতে আগ্রহী নয়। তার উপর বাংলাদেশকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান৷ পাকিস্তান সফরের জন্য সরকারের ছাড়পত্র লাগবে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘দিবারাত্রির টেস্টের প্রস্তাব বিবেচনা করার আগে আমরা অপেক্ষা করছি সরকারের ছাড়পত্রের। কারণ আপনারা জানেন, পাকিস্তান সফরে নিরাপত্তার একটি বিষয় সবসময় থাকে। সরকারের অনুমোদন তাই লাগবে আমাদের। রাত-দিন তো পরে, আগে আমাদের দেখতে হবে এই সফরে যেতে পারছি কি না। সে জন্য সরকারের প্রতিবেদনের গুরুত্ব আমাদের কাছে সবচেয়ে বেশি।’

১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বিপিএল। হাতে সিদ্ধান্ত নেয়ার খুব বেশি সময় নেই। তাই দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান সুজন। তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতেই তো আমাদের পাকিস্তান যাওয়ার কথা। খুব বেশি সময় তাই নেই। আশা করছি, এ সপ্তাহের মধ্যেই আমরা নিজেদের অবস্থান পরিষ্কার করতে পারব। পাকিস্তান সফরে যাব কি না, সেটি জানাতে পারব। এরপর দিবারাত্রির টেস্টের প্রস্তাব নিয়ে ভাবা যাবে। সব নির্ভর করছে সরকারি প্রতিবেদনের ওপর। এ সপ্তাহেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।’

(ঢাকাটাইমস/০৯ ডিসেম্বর/এআইএ)