ধানমন্ডির ৩২ নম্বরে মাশরাফি-তামিমরা

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৫২

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিসিবি এবারের বিপিএলের নাম রেখেছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আগামী ১১ ডিসেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। এই আসরে ঢাকা প্লাটুনের হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই দলে রয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবালও।

সোমবার দুপুরে ঢাকা প্লাটুনের পুরো দল ঘুরে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে। মাশরাফি-তামিমরা শ্রদ্ধা জানালেন জাতির পিতার প্রতি। এসময় ‘বঙ্গবন্ধু জাদুঘর’ ঘুরে দেখেন তারা।

এদিন ঢাকা প্লাটুনের ফেসবুক পেইজে মাশরাফিদের ধানমন্ডি ৩২ নম্বর পরিদর্শনের কিছু ছবি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল সহ অন্যান্যরা।’

(ঢাকাটাইমস/৯ ডিসেম্বর/এসইউএল)