বোয়ালমারী হানাদারমুক্ত দিবস পালিত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

ফরিদপুরের বোয়ালমারী হানাদারমুক্ত দিবস পালন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি বের হয়। র‌্যালিটি মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক আলোচনা সভায় মিলিত হয়। সোমবার এ কর্মসূচি পালিত হয়।

আলোচনায় সভায় অংশগ্রহণ করেন- বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুর রশিদ, ডেপুটি কমান্ডার সৈয়দ আব্দুর রউফ সিদ্দিকী প্রমুখ।

প্রসঙ্গত, ৯ ডিসেম্বর ফরিদপুরের বোয়ালমারী হানাদারমুক্ত হয়। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখে বোয়ালমারী ছেড়ে চলে যায়। রাইফেল আর স্বাধীন বাংলার মানচিত্র খচিত লাল-সবুজ পতাকা নিয়ে শহরে ঢুকতে থাকেন বীর মুক্তিযোদ্ধারা।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :