‘বঙ্গবন্ধু হত্যাকারীদের বাংলায় ঠাঁই নেই’

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই হলেন বাঙালির শ্রেষ্ঠ নেতা। যার ডাকে সাড়া দিয়ে সব বাঙালি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জীবনবাজি রেখে একটি স্বাধীন বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে নাম লিখেছেন।’

তিনি বলেন, ‘যে নেতার নেতৃত্বে এদেশ স্বাধীনতা লাভ করেছে। সেই নেতাকে যারা পরিকল্পিতভাবে হত্যা করেছে, তাদের এই বাংলায় কখনোই ঠাঁই দেয়া হবে না। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন, যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা- সেই স্বাধীনতা কখনো ব্যর্থ হতে পারে না।’

সোমবার সাঁথিয়া হানাদারমুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুরাদ আরো বলেন, ‘যুদ্ধাপরাধী এবং খুনিদের এদেশে বিচার হয়েছে, সাজা হয়েছে। এদের যারা দোসর বা ষড়যন্ত্রকারী একসময় ধরা পড়বে। তাদের এই রহস্য উদঘাটন অবশ্যই হবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। কারণ বঙ্গবন্ধুর নাম যখন এদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল ঘাতক দল, তখন তারা ভেবেছিল- কোনোদিন আর এই নাম ফিরে আসবে না। কিন্তু তা হয়নি। ২১ বছর পর আবার ফিরে এসেছে।’

এর আগে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় ও মুক্তিযোদ্ধার পতাকা উত্তোলন করে একটি বিজয় র‌্যালি বের করে সাঁথিয়া বাজার প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এসএম জামাল আহমেদের সভাপতিত্বে আরো ছিলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু এমপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ নেওয়াজ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, পৌরসভার মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল লতিফ, জেলা তথ্য অফিসার ফরহাদ হোসেন, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম হিরু, সহ-সভাপতি হাসান, রবিউল ইসলাম হিরুসহ আরো অনেকেই।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :