বেড়ায় পৌর মেয়রের অবৈধ নৌবন্দর উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, পাবনা
 | প্রকাশিত : ০৯ ডিসেম্বর ২০১৯, ২১:৪৭

পাবনার বেড়ায় গড়ে তোলা পৌর মেয়র আব্দুল বাতেনের অবৈধ নৌবন্দর উচ্ছেদ করেছে বিআইডব্লিইটিএ। সোমবার সকাল থেকে দুপুর একটা পর্যন্ত এ অভিযানে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয় হুরাসাগর নদের পাড়ে বৃশালিখা বেসরকারি রাজঘাট নামের এ অবৈধ নৌ বন্দরের বিভিন্ন স্থাপনা। এসময় পণ্য খালাস করতে আসা নয়টি জাহাজ ও নয়জন শ্রমিককেও আটক করা হয়।

নৌ পরিবহন মন্ত্রনালয়ের উপসচিব হাবিবুর রহমানের নেতৃত্বে অভিযানে বিপুলসংখ্যক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ বিআইডব্লিইটিএর কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানান, কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে অবৈধ বন্দর তৈরি করে দীর্ঘদিন ধরে তা পরিচালনা করে আসছিলেন। এতে বিপুল অঙ্কের রাজস্ববঞ্চিত হচ্ছিল সরকার। কয়েক দফা নোটিশ দেবার পরেও তা বন্ধ না করায় অভিযান চালিয়ে উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :