‘রাজপথ উত্তপ্ত না হলে অধিকার আদায় হয় না’

প্রকাশ | ০৯ ডিসেম্বর ২০১৯, ২৩:৪২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকারকে যেকোনো সময় ধাক্কা দিলে পুলিশ প্রশাসন তাদের পাশ থেকে সরে গেলে দেখবেন সরকার পড়ে গেছে।’ সোমবার সন্ধ্যায় মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সুপ্রিম মিলনায়তনে এক সেমিনারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘অবৈধ সরকারের যেদিন পতন হবে সেদিন মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, মানবাধিকার প্রতিষ্ঠা হবে। গণতন্ত্র উদ্ধার হবে। গণতন্ত্র ছাড়া মানবাধিকার রক্ষা করা যাবে না। মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা ৯০ সালে এরশাদের পতন দেখেছি। ১৯৫২ সালে ভাষা আন্দোলনে ভাষার অধিকার আদায় করেছি। রাজপথ উত্তপ্ত না হলে কখনোই অধিকার আদায় হয় না।’

খন্দকার মাহবুব বলেন, ‘জনতাই তাদের (সরকারের) বিচার করবে সেই সময় এসেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছি। মাঝে মাঝে মনে হয়, আমাদের যে প্রধানমন্ত্রী আছেন তার বা কতটা ক্ষমতা আছে?’

তিনি বলেন, ‘আমাদের যারা বুদ্ধিজীবী আছেন- তাদের বলতে চাই, ঐক্যবদ্ধভাবে মানুষের অধিকার রক্ষার জন্য দেশে আইনের শাসন কায়েম করার জন্য এগিয়ে আসুন।’

তিনি আরো বলেন, ‘মানুষ নিজের অবস্থান পরিবর্তন করতে না পারলে আল্লাহ মানুষকে সাহায্য করেন না।’

একই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির সাবেক সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘ক্ষমতার অপব্যবহার করে ক্ষমতায় এসেছেন। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে জোর করে আটকিয়ে রাখা হয়েছে। এটা কোন ধরনের মানবাধিকার?’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংগঠনের চেয়ারম্যান সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসভাপতি গোলাম রহমান, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন ও আইনজীবী ড. মুহাম্মাদ হেলাল উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/৯ডিসেম্বর/এআইএম/এলএ)