সিলেটের কোচ এখন ঢাকায়

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৩১ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে ঢাকায় এসে পৌঁছেছেন সিলেট থান্ডার্সের হেড কোচ হার্শেল গিবস। নিজেদের প্রথম ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছে সিলেটের খেলোয়াড়রা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে সিলেট। যার তত্ত্বাবধানে থাকবেন হেড কোচ হার্শেল গিবস। দলটির টেকনিক্যাল এডভাইজার সারোয়ার ইমরান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (৮ ডিসেম্বর) হয়েছে বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন। মাঠের খেলা শুরু হবে বুধবার (১১ ডিসেম্বর) থেকে। এদিন মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডার্স।

সিলেট থান্ডার্স স্কোয়াড

দেশি ক্রিকেটার

মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ), নাজমুল ইসলাম অপু (বি), সোহাগ গাজী (সি), রনি তালুকদার (বি), নাইম হাসান (বি), মো. দেলোয়ার হোসেন (সি), মনির হোসেন খান (সি), রুবেল মিয়া (ডি), এবাদত হোসেন (ড্রাফটের বাইরে)।

বিদেশি ক্রিকেটার

শেরফেইন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, নবীন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার (ড্রাফটের বাইরে), চ্যাডউইক ওয়ালটন (ড্রাফটের বাইরে), শেলডন কটরেল (ড্রাফটের বাইরে)।

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এআইএ)