বিজয় দিবসে চাঁদা না দিতে বংশালে পুলিশের মাইকিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১১:৪২

প্রতিবছরের ন্যায় আসছে ১৬ ডিসেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে দেশব্যাপী পালিত হবে মহান বিজয় দিবস। এসব দিবস পালনকে কেন্দ্র করে প্রতিবারই একশ্রেণির মানুষ চাঁদাবাজি করে বলে অভিযোগ দীর্ঘদিনের। এবার যেন এমনটা না হয় সেজন্য এলাকার সর্বস্তরের মানুষকে সচেতন করতে মাঠে নেমেছে রাজধানীর বংশাল থানা পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় দিনভর মাইকিং করে বিজয় দিবস উপলক্ষে কেউ চাঁদা চাইলে পুলিশকে অবহিত করার জন্য বলা হচ্ছে মাইকিংয়ে।

মঙ্গলবার সকালে বংশাল আল রাজ্জাক হোটেলের সামনে দেখা গেছে, মাইক লাগানো রিকশায় একজন ঘুরে ঘুরে বংশাল থানা পুলিশের এই নির্দেশনার কথা প্রচার করছেন। সোমবারও তাঁতীবাজার এলাকায় এমন মাইকিং করতে দেখা গেছে।

মাইকিংয়ে বিজয় দিবস উপলক্ষে কেউ চাঁদা দাবি করলে ৯৯৯ নাম্বার অথবা বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানানোর জন্য প্রচার করা হচ্ছে।

একইসঙ্গে বিজয় দিবস উপলক্ষে সব আয়োজন দিনের বেলায় করার জন্য অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

মাইকিংয়ে বিজয় দিবস উপলক্ষে দোয়া, আলোচনা ও স্কুলে অনুষ্ঠান দিনের বেলা সম্পন্ন করতে বলা হচ্ছে। রাতে ইনডোর অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কর্মসূচি না করার অনুরোধ করা হচ্ছে।

জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ঢাকাটাইমসকে বলেন, বিজয় দিবস উপলক্ষে অনেকে চাঁদা তুলে রাতভর ডিজে পার্টি করে, রাস্তা বন্ধ করে খেলাধুলা করে। এসব করা যাবে না। আমরা চাই দিবসটি যথাযথভাবে পালিত হোক। সেজন্যই আমাদের এই উদ্যোগ।

তিনি আরও বলেন, মানুষকে সচেতন করতে গত রবিবার থেকে মাইকিং করা হচ্ছে। সাধারণ মানুষ এটাকে স্বাগত জানিয়েছে। সবাইকে বলবো কেউ চাঁদা চাইলে তারা যেন আমাকে জানায়।

রাতে ইনডোর ছাড়া অনুষ্ঠান না করার আহ্বান জানিয়ে শাহীন ফকির বলেন, কিভাবে আমাদের বিজয় আসলো সেখানে কার কি অবদান, মুক্তিযুদ্ধের ঘটনাপ্রবাহ প্রামাণ্যচিত্র আকারে দেখানো উচিত। যাতে তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারে।

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/বিইউ/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

স্বস্তি নেই মাছ-মাংসে, ফের বাড়ছে আলু-পেঁয়াজের দাম 

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

এই বিভাগের সব খবর

শিরোনাম :