বঙ্গবন্ধু বিপিএলের সেরা বোলার হতে চান আমির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৪:০৬ | প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৪৮

বঙ্গবন্ধু বিপিএল খেলতে সোমবার ঢাকায় এসছেন পাকিস্তানের গতি মানব মোহাম্মদ আমির। ঢাকায় পা রেখেই যোগ দিলেন খুলনা টাইগার্সের অনুশীলনে। কিছুসময় অনুশীলনের পর দলের লক্ষ্য নিয়ে বিস্তারিত না জানালেও নিজের লক্ষ্য জানিয়ে রাখলেন এই বাঁ হাতি পেসার। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হতে চান পাকিস্তানের এই পেসার।

বিপিএলের ষষ্ঠ আসরে খেলতে পারেননি আমির। এর আগের আসরটি খেলেছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। এবার নতুন দল, বিশেষ আসর, সবকিছু মিলিয়ে নিজেকে সেরা বোলার হিসেবে দেখতে চান তিনি।

অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন, ‘আমি কেবলই এলাম। খুলনা টাইগার্স অনেক ভালো একটা দল হয়েছে। বিশেষত স্থানীয় অনেক ভাল খেলোয়াড় রয়েছে দলে। আশা করছি আমরা ভাল কিছু করব। ব্যক্তিগতভাবে আমি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী ও সেরা বোলার হতে চাই।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিশেষভাবে আয়োজিত হচ্ছে এবারের বিপিএলের আসর। সব ফ্রাঞ্চাইজি বাতিল করে নিজেদের পরিচালক দিয়ে দল চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন আদলে হওয়া এই বিপিএল নিয়ে পাকিস্তানি পেসারের বক্তব্য, ‘বড় তফাৎ হলো, এবার ক্রিকেট বোর্ড সবকিছু করছে। চুক্তিসহ সব বিষয় তারা দেখছে। এতে আামাদের কোনো সমস্যার মোকাবেলা করতে হবে না।’

উল্লেখ্য, আগামীকাল দুপুর দেড়টায় সিলেট থান্ডার্স বনাম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ম্যাচ দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু বিপিএল।

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :