ভূঞাপুরে আগুনে পুড়ে ছাই ১০ দোকান

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৭

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে হাজী সুপার মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১০টি দোকান। মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার যমুনা সেতু বাজারে এই দুর্ঘটনা ঘটে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, বাজারের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। ক্ষতিগ্রস্তদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুন লাগার পরই বাজারের নাইট গার্ড মসজিদে মাইকিং করলে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালায়। ভোর পাঁচটার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নেভানোর চেষ্টা চালায়।

ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহীদুর রহমান বলেন, ‘স্থানীয়দের থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। একই দিনে রাত দুইটার দিকে ভূঞাপুর পৌর শহরের পুরাতন কাঁচা বাজারেও আগুন লাগে বলে তিনি জানান।

ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এএইচ