হোল-পাঞ্চ ডিসপ্লের ফোন আনল ভিভো

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন হোল-পাঞ্চ ডিসপ্লের ফোন আনল ভিভো। মডেল ভিভো ভি১৭। এই ফোনের পেছনে থাকছে চারটি ক্যামেরা। এতে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।  ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সম্প্রতি ডুয়াল পপ-আপ ক্যামেরা সহ ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ভি১৭ প্রো। এবার সেই সিরিজে নতুন ফোন সামনে এল।

ভিভো ভি ১৭ ফোনে থাকছে একটি ৬.৪৪ ইঞ্চি সুপার অ্যামোলেড কার্ভড ডিজাইন ডিসপ্লে। এই ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট ৮ জিবি র‍্যাম আর ১২৮ জিবি ইউএফএস ২.১ স্টোরেজ।

ভিভো ভি১৭ ফোনের পিছনে চারটি ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল সোনি সেন্সর। ফোনের প্রাইমারি ক্যামেরায় থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর দুটি ২ মেগাপিক্সেল সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৩২ মেগপিক্সেল ক্যামেরা।

ভিভো ভি১৭ ফোনে থাকছে ৪,৫০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ডুয়াল ইঞ্জিন ফাস্ট চার্জ সাপোর্ট।

ভারতে ভিভো ভি ১৭ এর দাম ২২,৯৯০ টাকা। 

(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এজেড)