ওয়ানডে থেকেও ছিটকে গেলেন ধাওয়ান

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৯, ১৮:০৪

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

ভারতের জার্সিতে মাঠে ফিরতে আরও সময় লাগবে শিখর ধাওয়ানের। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও মাঠের বাইরে বসে থাকতে হবে এই বাঁ-হাতি ওপেনারকে।

তাঁর পরিবর্তে নতুন মুখ দেখা যেতে পারে ভারতের ওয়ানডে দলে। ধাওয়ানের বিকল্প হিসেবে শুভমান গিল, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ-য়ের নাম শোনা যাচ্ছে।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য ভাবা হয়েছিল ধাওয়ানকে। কিন্তু, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলার সময়ে হাঁটুতে চোট পান ধাওয়ান। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের মেডিক্যাল টিম ধাওয়ানের চোট পরীক্ষা করে জানিয়েছে, পুরোদস্তুর ফিট হতে আরও খানিকটা সময় লাগবে তাঁর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন ধওয়ন। এবার ওয়ানডে থেকেও সরে যেতে চলেছেন।

তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এখন ১-১। মুম্বাইয়ের তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ নির্ণায়ক হতে চলেছে। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই শুরু হবে ওয়ানডে সিরিজ। তার প্রথম বল গড়াবে ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে।

ধাওয়ানের জায়গায় নির্বাচকদের কাকে পছন্দ তা জানা যাবে দিন কয়েকর মধ্যেই। টি-টোয়েন্টিতে ধাওয়ানের জায়গায় সঞ্জু স্যামসনকে দলে নেওয়া হয়েছে। ওয়ানডের জন্য হয়তো সঞ্জুকে বাদ দিয়ে নতুন ওপেনারের নাম ঘোষণা করবেন নির্বাচকরা। সেক্ষেত্রে শুভমান গিল, ময়ঙ্ক আগারওয়াল, পৃথ্বী শ-দের মধ্যে একজনের ভাগ্য খুলে যেতে পারে।

(ঢাকাটাইমস/১০ জানুয়ারি/এসইউএল)